জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির নেতাকর্মীসহ ১৭২ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতার চেষ্টা ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিনদিনে জামালপুর জেলায় ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদরে জামালপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ সহ ১৭ জন।
মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মেলান্দহ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহাদুজ্জামান নবিন সহ ৫ জন।
ইসলামপুর উপজেলায় পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাজা কাউল, ইসলামপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মানিক চান সহ ৩ জন।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল, সদস্য মোঃ তুহিন সহ ৩ জন।
সরিষাবাড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শামছুল হক, সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আবু মাছুম সহ ৭ জন।
দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান সাজু সহ ৪ জন।
বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুমন বকশী, পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ দেলোয়ার সহ ৮জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ২৬১ জনের নামে ও অজ্ঞাত ১৪৫ জন সহ মোট ৪০৬ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপির ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, নাশকতার চেষ্টা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলায় সারা জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির নেতাকর্মীসহ ১৭২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।