গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫ ব্রাজিল সমর্থক। মঙ্গলবার (২২ অক্টোবর) আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।
এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকী তিন জনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ার পর ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তিরস্কার করে। পরে দু’দলের সমর্থকদের মধ্যে কথাটি কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।