জামালপুরে দীপ্ত টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জামালপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দীপ্ত টিভি দর্শক ফোরাম। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি, কবি সাযযাদ আনসারী, গণসংগীত শিল্পী স্বপন রহমান, দীপ্ত টিভি দর্শক ফোরামের আহবায়ক একরামদ্দৌলা সিদ্দীকি ময়না, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, বাংলাদেশ টুডে’র সাংবাদিক এম সুলতান আলম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, জাবেদ এগ্রো ফার্মের ভাইস চেয়ারম্যান মো: রকিবুল করিম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দীপ্ত টিভি ৭ বছরে অনেক দূর এগিয়েছে। কৃষি খাতে দীপ্ত টিভি অনন্য অবদান রাখছে। বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে ও গ্রামীণ কৃষি বিকশিত করতে দীপ্ত টিভি বিশেষ অবদান রাখছে। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে জেলার সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।