মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই রিজার্ভের টাকা বেশি খরচ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সবকিছুতেই অতিরিক্ত খরচ হচ্ছে তবে তা সাময়িক। দ্রুত এ সংকট কাটাতে কাজ করে যাচ্ছে সরকার।
নিজেদের খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো মুখাপেক্ষী হয়ে দেশ চালাতে চায় না সরকার।
এসময় দেশের সবাইকে সঞ্চয়ের দিকে নজর রাখার আহ্বান জানান তিনি। গ্রামেও শহরের মতো সুযোগ-সুবিধা তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা।
এছাড়াও দেশের উন্নয়নে তৃণমূল মানুষদের দিকেই লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ৭৫-এ যারা ক্ষমতায় এসেছিলো তারা দেশকে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল।