ময়মনসিংহে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও লক ভাঙ্গার চারটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মধুপুরের হাগুরাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মাহবুব মানিক, পঞ্চগড়ের বোদা থানার নাওতারি এলাকার নূর ইসলাম, চাঁদপুরের মতলব উপজেলার উত্তর বাইশপুরের সোহেল মিয়াজী, একই এলাকার রনি মিয়াজী, মতলব উত্তরের দক্ষিণ গাজীপুর এলাকার কামরুজ্জামান সিটু ও একই উপজেলার দক্ষিণ ঠেটালিয়া এলাকার সোহান প্রধান।
বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় ডিবির ওসি সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে আসা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও লক ভাঙ্গার চারটি মাস্টার চাবি জব্দ করা হয়।
ওসি সফিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সুকৌশলে মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি।