প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার মালিকানা গ্রহণের পরপরই প্রতিষ্ঠানটির টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়ালসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছেন তিনি। এসব কর্মকর্তা তাঁকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ মাস্কের।
মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতার পরপরই মাস্ক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব কথা জানিয়েছেন।
মাস্কের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে থাকা ভুয়া অ্যাকাউন্টের (ব্যবহারকারী) বিষয়ে তাঁকে এবং টুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন এসব কর্মকর্তা।
মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সময় আগারওয়াল ও সেগাল টুইটারের সানফ্রান্সিসকো সদর দপ্তরেই ছিলেন। পরে নিরাপত্তা পাহারায় তাঁদের সেখান থেকে বের হয়ে যেতে দেখা যায় বলে সূত্রগুলো জানিয়েছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে টুইটার কর্তৃপক্ষ, মাস্ক এবং বরখাস্ত হওয়া কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
– রয়টার্স