আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না মন্তব্য করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার ভোট ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৪ এবং ১৮ সালে কেউ ভোট দিতে পারেনি। গাইবান্ধার উপ-নির্বাচন আবারো প্রমাণ করে দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেখানে নাকি ১৩৮০টা সিসি ক্যামেরা ছিল, পর্যাপ্ত নাকি নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ-র্যাব পাহারায় ছিল, তারপর ওই নির্বাচন দুপুরের মধ্যে বন্ধ ঘোষণা করতে হয়েছে। এ থেকেই প্রমাণ হয়, দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এই বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি।
এতে বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা মশিউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। নানা বাধা সত্ত্বেও গণসমাবেশ সফল করতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী।