1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব পছন্দ ব্রুনেইয়ের সুলতানের : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে হালাল পণ্যের বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠার ব্যাপারে ব্রুনেইয়ের বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশে প্রচুর গরু, মহিষ ও খাসি রয়েছে। ব্রুনেইয়ের সুলতান বিশেষ করে বাংলাদেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল খুব পছন্দ করেন।

ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর আসন্ন ঢাকা সফর উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ব্রুনেইয়ের সুলতান তিন দিনের সফরে ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। এটা হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে তাঁর অনেক আলাপ হয়।

আব্দুল মোমেন বলেন, হালাল পণ্যের ব্যাপারে ব্রুনেইয়ের যথেষ্ট দক্ষতা রয়েছে। হালাল পণ্যের সনদ দেওয়ার ক্ষেত্রে তারা যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে থাকে। এ বিষয়ে বাংলাদেশ নিয়ে ব্রুনেইয়ের আগ্রহ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রচুর মহিষ, গরু ও খাসি রয়েছে। ব্রুনেইয়ের সুলতান বিশেষ করে আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট (ছাগল) খুব পছন্দ করেন। এ জন্য ব্রুনেই বলেছে, তারা বাংলাদেশে হালাল পণ্যের কোনো একটা ব্যবস্থা করতে পারে কি না। এ বিষয়ে আমরা আলোচনা করছি। এ নিয়ে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে ব্রুনেইয়ের আলোচনা চলছে।’

আব্দুল মোমেন বলেন, ‘ব্রুনেই সবকিছু বিদেশ থেকে আমদানি করে। তারা খাদ্য নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। এ ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। চাল, মাছের উৎপাদনে আমরা এগিয়ে আছি। কৃষি ও মৎস্য চাষে ব্রুনেই আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। চিংড়ি ও মাছ চাষে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা সেটা চায়। দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে উড়োজাহাজ চালু হলে ব্যবসা বাড়বে।’

ব্রুনেইয়ের সুলতানের সফরে দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল, ব্রুনেইয়ে বাংলাদেশের কর্মী নিয়োগ, সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩