ঝালকাঠির নলছিটিতে গাছের চাপায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন আকন (৪০) নিহত ও এক নারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরিশাল-ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে ষাটপাকিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনের বাড়ি রাজাপুরের বড়াইয়া এলাকায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে ঝালকাঠি শহরে বসবাস করতেন। আহত তানিয়া (২৫) ঝালকাঠি শহরের কলেজ মোড়ের বিশ্বরোড এলাকার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা নিয়ে উপপ্রশাসনিক কর্মকর্তা মনির হোসেনের পূর্বপরিচিত ছিলেন।
মনির হোসেন আকনের সহকর্মী ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, মনির হোসেন আকন ব্যক্তিগত কাজ শেষ করে মোটরসাইকেলে তানিয়াকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠি শহরে ফিরছিলেন।
এ সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। পথে নলছিটির ষাটপাকিয়া নামক স্থানে একটি রেইনট্রি গাছের একটি বড় ডাল ভেঙে তাঁদের গায়ে পরে। ঘটনাস্থলে থাকা মানুষজন তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। তানিয়া সেখানে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই ঝালকাঠি শহরের পৌর গোরস্তানে দাফন করার অনুমতি দিয়েছে পুলিশ।