1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেফতার অন্তত ১০০ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জন ঢামেকে ভর্তি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব ৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল ধানমন্ডি ৩২ এসে এক নারী ও পুরুষের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের হেনস্থা, বিচার দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের হাতে সাংবাদিক হেনস্থা ও পেশাগত কাজে বাঁধাদানে দায়ীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে এ দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বাফুফে বরাবর জেলার ১০ টি সাংবাদিক সংগঠনের নেতাদের সই করা একটি স্মারকলিপি দেওয়া হয়। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহের সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হেনস্থা ও পেশাগত কাজে বাঁধা দেয় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ তাদের কর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাফজয়ী ময়মনসিংহের আট নারী ফুটবলারকে গত ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা দেয়া হয় ময়মনসিংহে। কিন্তু এমন আনন্দ ও খুশির দিনে স্থানীয় সাংবাদিক এবং ঢাকা থেকে আসা খেলা বিটের সাংবাদিকরা নারী ফুটবলারদের সংবর্ধনার খবর কভার করার সময় পথে পথে ওই দুটি সংস্থার কর্মকর্তাদের গালমন্দ, অশোভন আচরণ, পেশাগত কাজে বাঁধাদান ও হেনস্তার শিকার হয়েছেন। ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের এ ধরনের আচরণে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি। যা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

এতে আরও উল্লেখ করা হয়, ২ অক্টোবর রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়সহ দশটি সাংবাদিক সংগঠনের এক যৌথ সভায় এই ঘটনায় নিন্দাপ্রস্তাবসহ ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। দুটি সংস্থার কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডের জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সব ধরনের সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত বহাল থাকবে। প্রয়োজনে মানববন্ধনসহ দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়াও এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা৷

স্মারকলিপি প্রদানকালে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের (এনসিজেএ) সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক হোসাইন শাহীদসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩