ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডস্থ মেনসা রেস্টুরেন্টে আজ (২০ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্যান্ডউইচ এ মেয়াদোত্তীর্ণ পাউরুটি ব্যবহার, ফ্রিজে কাচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণ, নন ফুড গ্রেড কালার ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব জিএম রহমান ফিলিপ এবং র্যাব – ১৪ এর একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।