1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

পুতিনের প্রতি রাশিয়ার ৮১.১ শতাংশ নাগরিকের আস্থা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ার ৮১.১ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাদের মধ্যে ৭৮.১ শতাংশ প্রেসিডেন্টের কাজের সমর্থন দিয়েছে। অল রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার সেন্টারের জরিপের ফলাফলে এ কথা জানানো হয়।

২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১৮ বছর বয়সের বেশী ১ হাজার ৬০০ জনের মতামতের ভিত্তিতে এ জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়।

রিপোর্টে উল্লেখ করা হয়, ‘গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের কাজের অনুমোদনের হার ছিল ৭৮.১% (-০.৩% সপ্তাহে)। গত সপ্তাহে প্রধানমন্ত্রী এবং রাশিয়ান সরকারের জন্য ইতিবাচক মূল্যায়নের পরিসংখ্যান যথাক্রমে ৫১.৮%-এ (০.৮%) এবং ৫০.৮% (-০.১%) -এ নেমে এসেছে।’

ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের আস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ৮১.১% রাশিয়ানরা ইতিবাচকভাবে উত্তর দিয়েছেন (সপ্তাহে -০.১%), যেখানে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের প্রতি ৬২.৫% উত্তরদাতারা আস্থা প্রকাশ করেছেন (এই সংখ্যাটি সপ্তাহে অপরিবর্তিত ছিল)।

জরিপে অংশগ্রহনকারীরা বিভিন্ন সংসদীয় দলের প্রধানদের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি (সিপিআরএফ) নেতা গেনাডি জুগানভ উত্তরদাতাদের ৩৩.৬% (-৩.১%) আস্থা অর্জন করেছেন। এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথের নেতা সের্গেই মিরোনভ ৩১.৭% (+০.২%) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া’র প্রতি (এলডিপিআর) ১৭.৫% আস্থা প্রকাশ করেছে এবং নিউ পিপল পার্টির নেতা আলেক্সি নেচায়েভ ১০.৯% (+০.৭%) সমর্থন পেয়েছেন।

জরিপে আরও প্রকাশ করা হয়েছে যে ইউনাইটেড রাশিয়া পার্টির সমর্থনের মাত্রা ৪০.২% (+০.৩% সপ্তাহে) এবং সিপিআরএফ ১০.২% (-০.৫%) দ্বারা সমর্থিত। এলডিপিআর সমর্থন পেয়েছে ৮.১% (-০.৫%), এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথ – সমর্থন পেয়েছে ৫.৭% (+০.৩%), এবং জরিপে দ্য নিউ পিপল পার্টি সমর্থন পেয়েছে ৪.৮% (+০.৫)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩