জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়া আইজিপি ড. বেনজীর আহমেদকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশান ট্যারাস সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পুলিশ প্রধান। গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে সামিটে অংশ নেন ৬ সদস্যের প্রতিনিধি দল। যেখানে আইজিপি ছাড়া অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর বেনজীর আহমেদসহ র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ। বেনজীর আহমেদ আগে র্যাবেই ছিলেন। বাহিনীটির সাবেক প্রধান হিসেবে তিনি নিষেধাজ্ঞায় পড়েন।